বৈশাখ

লিখেছেন লিখেছেন জাকারিয়া কবির ১৭ এপ্রিল, ২০১৭, ১০:৪৭:০০ সকাল

হে-

বৈশাখ

কোথায় তুমি?

এসো-

নিয়ে নব বার্তা

কেটে সব জড়তা

আছে যত অভিমান

ক্লান্তি পিছু টান।

ভুলে সব

কর রব

গাও নব

জয়গান।

বাকি'র খাতা

পূর্ণ করে

ভাঙ্গা নব

মন্দিরে,

এসো নিয়ে

নব সাজ

খুশি যে

মন আজ।

দিন পরে

এসে সাঁঝ

রাত শেষে

বৈশাখ।

বিষয়: সাহিত্য

৬৫১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382727
১৭ এপ্রিল ২০১৭ রাত ১১:৫৫
নাবিক লিখেছেন : চমৎকার লিখেছেন, পড়ে ভালো লাগলো৷৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File